Khoborerchokh logo

গাজীপুরের পূবাইল এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ 243 0

Khoborerchokh logo

গাজীপুরের পূবাইল এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ


 জিএমপি‘র পূবাইল থানাধীন একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে কৗশলে প্রাইভেট কারে তুলে অন্য এলাকায় নিয়ে ধর্ষণ করে সোহেল(৩৩) নামের এক যুবক । অভিযোগ ওঠেছে পূর্ব  পরিচয়ের সূত্র ধরে সোহেল (৩৩) ঐ নারী শ্রমিককে নিরাপদে বাসায় পৌছে দেওয়ার কথা বলে তার ব্যবহৃত গাড়ীতে উঠায় ।  শনিবার (২৪ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।নির্যাতনের শিকার ওই নারী পূবাইল এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত সোহেলের বাড়ি ওই এলাকার তালটিয়া (চান্দের আটি) গ্রামে।
মামালার তদন্ত কর্মকর্তা জিএমপি পূবাইল থানার উপ পরিদর্শক (এসআই) শামসুন্নাহার জান্নাত বলেন, ভুক্তভোগীর বর্ননামতে বৃহস্পতিবার রাতে কারখানা ছুটির পর বের হন ওই নারী পোশাক শ্রমিক। এসময় পূর্ব পরিচিত যুবক সোহেল তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে নেয়। কিন্তু বাড়িতে না নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১০টার দিকে ওই নারীর বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ধর্ষণকারী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমূল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com